EIIN: 130199 , SCHOOL CODE:1417, COLLEGE CODE:1011
আল-আজম হাই স্কুল এন্ড কলেজ (Al-Azam High School and College) একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা আধুনিক শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি এলাকার শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের মানবিক ও বিজ্ঞানমুখী চর্চা এবং সর্বাঙ্গীন বিকাশে অবদান রেখে চলেছে।
প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, উন্নত পাঠদান পদ্ধতি, তথ্যপ্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ। প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
🎯 লক্ষ্য ও উদ্দেশ্য
- মানসম্মত শিক্ষা নিশ্চিত করা
- প্রযুক্তিনির্ভর আধুনিক পাঠদান
- নৈতিক ও দেশপ্রেমিক মানসিকতা তৈরি
- সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব বিকাশ
- একাডেমিক ও সহশিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জন
📍 অবস্থান
ঠিকানা: আমতৈল-৩১৩০,বিশ্বনাথ,সিলেট।
ওয়েবসাইট: https://alazamsc.edu.bd
ই-মেইল:info@alazamsc.edu.bd ; alazamhighschoolandcollege@gmail.com
ফোন নম্বর: +880 1309-130199